Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাখাসমূহ ও কার্যাবলী

বাংলাদেশের সকল পৌরসভা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন/পৌরসভা) আইন ২০০৯ দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত আইনের আওতায় পৌরসভা এর দায়িত্ব নিম্নে বর্ণিত হলঃ

  1. স্ব-স্ব এলাকাভুক্ত নাগরিকগণের এই আইন ও অন্যান্য আইনের দ্বারা প্রতিষ্ঠিত বিধান অনুসারে সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা।
  2. পৌরসভাএর প্রশাসন ও সরকারী কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে সমন্বয় সাধন এবং সমন্বিত কার্যক্রম গ্রহণ করা।
  3. পৌরসভাএলাকায় নাগরিকগণের সেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, ইমারত নিয়ন্ত্রণসহ নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা; এবং
  4. নাগরিক নিরাপত্তা ও জনশৃংখলা রক্ষা করা।

     

ক) মুখ্য কার্যাবলী

  1. আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য পানি সরবরাহ।
  2. পানি ও পয়ঃ নিষ্কাশন।
  3. বর্জ্য ব্যবস্থাপনা।
  4. অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন।
  5. যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে রাস্তা, ফুটপাথ, জনসাধারণের চলাচল, যাত্রী এবং মালামালের সুবিধার্থে টার্মিনাল নির্মাণ।
  6. জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ (২০০৪সনের ২৯ নং আইন) এ প্রদত্ত কার্যাবলী।
  7. পরিবহণব্যবস্থাপনার সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা, পথচারীদেরসুবিধার্থে যাত্রী ছাউনী, সড়ক বাতি, যানবাহনের পার্কিং স্থান এবংবাসষ্ট্যান্ড বা বাস স্টপ এর ব্যবস্থা করা।
  8. নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ।
  9. বাজার ও কসাইখানা স্থাপন এবং ব্যবস্থাপনা।
  10. শিক্ষা, খেলাধূলা, চিত্ত বিনোদন, আমোদ প্রমোদ এবং সাংস্কৃতিক সুযোগ সৃষ্টি ওপ্রসারে সহায়তা, পৌরসভাএলাকার সৌন্দর্য্য বৃদ্ধি।

 

খ) সরকার প্রদত্ত আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী

১. প্রাথমিক শিক্ষা;

২. প্রতিরোধ ও নিরাময়মূলক স্বাস্থ্য ব্যবস্থা;

৩. পরিবহণ, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নিরাপত্তা এবং

৪. পৌরসভাএলাকার দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি।

 

সেবা গ্রহীতাগণঃ

মহিলা ও দরিদ্র সহ পৌরসভাএলাকায় বসবাসরত সকল নাগরিক ও স্টেকহোল্ডারবৃন্দ সেবা গ্রহীতা।