Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সোনাইমুড়ী উপজেলার মানচিত্র

 

অত্র এলাকায় বিরাট বিরাট দীঘিগুলোর নামের সাথে বারাহীদেবী ও ভুলুয়ার রাজাদের স্মৃতি বিজড়িত। শ্রী শ্রী বারাহীদেবীর নামানুসারে বারাহীর দিঘি, রাজা ভদ্র রায়ের নামানুসারে ভদ্রের দিঘি, রাজা বলরামের নামের নামানুসারে বলরামের দিঘি’র নামকরণ করা হয়েছিল। উক্ত বারাহীদেবীকে কেন্দ্র করেও এ অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। বারাহীদেবীর ঘটনাপূর্বে এ অঞ্চল ছিল সমুদ্রগর্ভে তা সামগ্রিকভাবে প্রমাণিত হয়। বারাহীদেবীর সৃষ্টির ইতিহাসের সাথে এ অঞ্চলের মানুষের জনবসতির ইতিহাস সম্পৃক্ত বলে জনশ্রুতি রয়েছে। মূলত বারাহীদেবী এবং ভুলুয়াকে কেন্দ্র করে এ অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়েছে। সোনাইমুড়ী উপজেলা নোয়াখালীর জেলা একটি সমৃদ্ধ জনপদ। এ জনপদে সর্বপ্রথম ২৬.০১.২০০১ সালে প্রশাসনিক থানা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর সোনাইমুড়ীবাসীর দীর্ঘদিনের স্বপন্ন ছিল কখন এটি উপজেলা হিসেবে বাস্তবে রূপলাভ করবে সোনাইমুড়ীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন গত ২৯.০১.২০০৫ তারিখের অনুষ্ঠিত নিকারের ৬৯১তম সভায় নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে যথাক্রমে (১) জয়াগ (২) নদনা (৩) চাষীর হাট (৪) বারগাঁও (৫) অম্বরনগর (৬) নাটেশ্বর (৭) বজরা (৮) সোনাপুর (৯) দেওটি (১০) আমিশ্বাপাড়া ও সোনাইমুড়ী পৌরসভা কর্তন করে একটি নতুন প্রশাসনিক উপজেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার বিভাগ ০২.০৪.২০৫ তারিখের প্রজ্ঞাপন নং উপ-২/সি-৩.২০০৩.১৯৪ মাধ্যমে উপজেলা গেজেট বিজ্ঞপ্তি জারি করে।